প্রতিষ্ঠানের তথ্য

Haibatpur M.L High School & College

নাটোর সদর থানা হতে ১২কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢাকা বিশ্বরোড সংলগ্ন হয়বতপুরে ১৯৬৭ইং সালে তৎকালীন ৯নং লক্ষীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ প্রাং (লেদু প্রাং) এবং অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি মরহুম আমির উদ্দিন আকন্দ আরও ও কতিপয় এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি হয়বতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করেন। ইউনিয়ন পরিষদের একটি কক্ষ অফিস হিসাবে ব্যবহার করার জন্য চেয়ারম্যান মহোদয় প্রদান করেন। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হন মোঃ আবুল কাসেম। ১৯৭১সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে বিদ্যালয়ের কার্যক্রম প্রায় ভেঙ্গে পড়ে। দেশ স্বাধীন হওয়ার পর ৯নং লক্ষীপুর খোলাবারীয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন জনাব লোকমান হেকিম। উক্ত চেয়ারম্যান সাহেবের উদ্যোগে লক্ষীপুর এর জনাব মসলেম উদ্দিন, কাদিম সাতুরিয়ার ডাঃ বিপদ ভঞ্জন ভৌমিকসহ আরও কতিপয় বিদ্যানুরাগী ব্যাক্তির প্রচেষ্টায় বিদ্যালয়ের কার্যক্রম পুনরায় শুরু হয়। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় জনাব বাবু চিত্ত রঞ্জন প্রাং মানিক কে।  ১৯৭৩ইং সালে বাবু চিত্ত রঞ্জন প্রাং মানিক বি,এড প্রশিক্ষন গ্রহনের জন্য চলে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন জনাব মোঃ খলিলুর রহমান। ১৯৭৪ইং সালের ১লা জানুয়ারী হতে অত্র বিদ্যালয়টি হয়বতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে সরকারী (অনুমোদন) লাভ করে এবং উক্ত তারিখ হতে শিক্ষক কর্মচারী গন সরকারী শিক্ষক কল্যাণ ভাতার অর্ন্তভূক্ত হন। শিক্ষক কর্মচারী হিসাবে তখন যারা সরকারী কল্যাণ ভাতার অর্ন্তভূক্ত হন তাঁরা হলেনঃ জনাব মোঃ খলিলুর রহমান প্রধান শিক্ষক, মোঃ আফাজ উদ্দিন সহকারী শিক্ষক, শম্ভুনাথ সরকার সহকারী শিক্ষক, মোঃ আব্দুল কাদের ফারুকী সহকারী শিক্ষক, মোঃ ইসমাইল হোসেন জুনিয়র সহকারী শিক্ষক এবং আহম্মদ আলী ৪র্থ শ্রেনীর কর্মচারী। ১৯৭৫ইং সালে নবম শ্রেনীতে ছাত্র ছাত্রী ভর্তি করা হলেও দশম শ্রেনীর স্বীকৃতি না থাকায় ১৯৭৭ ইং সালে কামার দহ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে অত্র বিদ্যালয়ের ১২জন ছাত্র ছাত্রী এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০জন উত্তীর্ন হয়। ১৯৭৮ ও ১৯৭৯ইং সালে বিশেষ অনুমতিতে অত্র বিদ্যালয়ের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহণ করে সন্তোষ জনক ফলাফল করে। ১৯৮০ইং সালে মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিভাগসহ দশম শ্রেনীর স্বীকৃতি লাভ করায় বিদ্যালয়টি হয়বতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় হিসাবে পরিচিতি লাভ করে। ২০১৩ইং সালে অত্র বিদ্যালয় মানবিক, বিজ্ঞান ও বানিজ্য বিভাগে একাদশ শ্রেনীতে ছাত্র ছাত্রী ভর্তির অনুমতি পাওয়ায় অত্র বিদ্যালয়টি হয়বতপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ নামে পরিচিতি লাভ করে।